ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

আসন্ন ঈদ-উল-ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

বিজ্ঞাপন

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

এমএএন ছিদ্দিক বলেন, রমজান মাসে যথারীতি শুক্রবারই সাপ্তাহিক বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। সেই সঙ্গে গতবারের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

আসন্ন রমজান মাসে প্রথম ১৫ দিন মেট্রো ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে না। তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা করে বাড়বে বলেও জানান তিনি।এসময় মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে।