নরসিংদীতে ব্যবসায়ীকে মারধর করে ২৫ লাখ টাকা ছিনতাই

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

নরসিংদীর পলাশে মফিজ উদ্দিন নামে এক সুপারশপ ব্যবসায়ীকে মারধর করে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী মফিজ উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (১২ মার্চ) রাতে আহত ব্যবসায়ী মফিজ উদ্দিনের স্ত্রী বাদি হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ী মফিজ উদ্দিন পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীরচর এলাকায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একটি সুপার শপের মালিক।

বিজ্ঞাপন

অভিযোগ থেকে জানা যায়, গত (৮ মার্চ) শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে রমজান ও ঈদকে সামনে রেখে সুপার শপের মালামাল কেনার জন্য স্থানীয় হাবিব মিয়াকে সাথে নিয়ে একটি ব্যাগে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। এসময় কাজীরচর গ্রামের নতুন ঈদগাহ এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওঁতপেতে থাকা একদল সন্ত্রাসী তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলাকারীরা মফিজ উদ্দিনকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। পরে তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

ব্যবসায়ী মফিজ উদ্দিন জানান, কিছুদিন পূর্বে জনৈক আবুল বাশারের সাথে সুপার শপের পাওনা টাকা নিয়ে তার কথাকাটাকাটি হয়। ওই ঘটনার জেরেই আবুল বাশার, মৃদুল, টুটুল ও বিজয়সহ প্রায় ২০ থেকে ২৫ জন আগে থেকেই কাজীরচর গ্রামের নতুন ঈদগাহের সামনে ওঁতপেতে ছিল। তারা জানতো মফিজ উদ্দিন এই রাস্তাটি দিয়ে নিয়মিত চলাচল করেন। ঘটনার দিন মফিজ উদ্দিন ও হাবিব মিয়া একসাথে ২৫ লাখ টাকার একটি ব্যাগ নিয়ে সুপার শপের মালামাল কেনার জন্য বের হন। পরে ঈদগাহের সামনে যাওয়া মাত্রই মৃদুল একটি মফিজ উদ্দিনকে বাঁশ দিয়ে আঘাত করে। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তারা। পরে সন্ত্রাসীরা দুজনকে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে একপর্যায়ে হাবিব পালিয়ে যায়। কিন্তু সন্ত্রাসীরা মফিজ উদ্দিনের হাত ভেঙে রক্তাক্ত জখম করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ব্যবসায়ী মফিজের স্ত্রী ইয়াছমিন জানায়, স্বামীকে নিয়ে হাসপাতালে থাকায় থানায় অভিযোগ করতে বিলম্ব হওয়ায় গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে দাখিলকৃত অভিযোগ নামায় অভিযুক্ত টুটুলের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ছিনতাইয়ের ঘটনার অস্বীকার করে জানান, এটা একটা সাজানো নাটক। তিনি আরও বলেন, আবুল বাশার, বিজয় ও মৃদুল কেউই এ ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তারা মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন জানান, ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।