বোনকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাই নিহত 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁয় বোনকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মান্নান মণ্ডল (৩৩) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) মহাদেবপুর উপজেলা বাগডোব ডিমজাওন এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

নিহত মান্নান মণ্ডল নওগাঁ নিয়ামতপুর উপজেলার জিনপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, খুলনার একটি এনজিওতে ম্যানেজার পোস্টে চাকরি করতেন মান্নান মণ্ডল। রোজার ছুটিতে গতকাল বিকেলে নিজ গ্রামের বাড়িতে আসেন তিনি।
আজ সরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ছিলো তার বোন ইতি রাণীর। সকাল ৮টার দিকে মোটরসাইকেল নিয়ে ভাই মান্নান মণ্ডল বোন ইতিকে নওগাঁয় কেন্দ্রে পৌঁছে দেওয়া উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন