নওগাঁর পত্নীতলায় খুচরা দোকানে মিলল সরকারি চাল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরের নতুনহাট বাজারে মালিক ছানোয়ার হোসেন মালিকানাধীন সৌখিন ট্রেডার্সে খুচরা চালের দোকানে ১১ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টার দিকে গিয়ে দেখা যায়, দোকান ঘরে সারিবদ্ধ করে রাখা আছে ১১ বস্তা চাল। বস্তার উপর লিখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগান।

বিজ্ঞাপন

নতুনহাট এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম, সাগর হোসেনসহ কয়েক বলেন, এখানে বেশ কয়েকজন ব্যবসায়ী আছে যারা নিয়মিত সরকারি চাল গোপনে কিনে বস্তা পাল্টিয়ে বিক্রি করে থাকে। কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় তাদের এক ধরনের মূল ব্যবসা।

কথা হলে দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, আমি তো জানিনা এগুলো সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল। যা দোকানে কিনে রাখা যাবেনা। একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস এর কর্মী চাল আমার কাছে বিক্রি করেছে। তাই দোকানে রেখেছি। তারা এগুলো সম্ভবত সরকারিভাবে রেশন হিসেবে পায়। এর বেশি কিছু বলতে পারবো না।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. পপি খাতুন মোবাইল ফোনে বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।