নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে সিলেটে অভিযান, জরিমানা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটের জেলা প্রশাসনের বাজার মনিটরিংয় টিম।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর লালবাজার, কাজির বাজার, বন্দরবাজর এলাকায় বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের মধ্যে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. এস. এম. কাসেমের নেতৃত্বে বাজার মনিটরিংয় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পুলিশ বিভাগ ও ভোক্তা অধিকার নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানে সিলেট নগরীর লালবাজারের একটি মাছের দোকানে বেশি দামে মাছ বিক্রি করায় এবং বন্দরবাজারের একটি রেস্টুরেন্টকে ৫ হাজর টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখায় দুই দোকানকে ২ হাজার টাকা জরিমান করা হয়।

অভিযান শেষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের সংশ্লিষ্টরা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। মূল্য তালিকা টানানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। বেশ কয়েকটি দোকানে জরিমান করা হয়ছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।