‘বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে’

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (গৌরীপুর) ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

১৪৮ ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি বলেছেন, ‘আমাদের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে। যাতে আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা জঙ্গিবাদ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত থাকতে পারে।’

রোববার (১৭ মার্চ) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটিতে ৫২ হাজার টাকার বই উপহার দেয়া হয়।

নিলুফার আনজুম পপি বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারখানা।

এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষকদেরকে প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে মানুষ করা, আন্তরিকতা ও ভালোবাসার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাছের, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

বই বিতরণ শেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন সংসদ সদস্য নিলুফার আনজুম পপি।