গাজীপুরে শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়-ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঝড়ো হাওয়া ও বৃষ্টির সাথে তীব্র শিলাবৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গাজীপুরের বিভিন্ন এলাকায়। এতে ফসল, গাছপালা, ঘরবাড়ির টিনের চালসহ কৃষিপণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে এ জেলার শ্রীপুর, কালিয়াকৈর ও গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় হঠাৎ শুরু হয় শিলাবৃষ্টি। কয়েক মিনিটের এ বৃষ্টি যেনো পরিণত হয় তাণ্ডবে।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, জেলার শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া, গাছবাড়ি, চাবাগান, মৌচাক, শ্রীপুর উপজেলার শিমলাপাড়া, মাওনাসহ গাজীপুর সদর ও মহানগর এলাকায় তীব্র শিলাবৃষ্টি হয়। বৃষ্টির সাথে বর্ষিত বড় বড় শিলে এসব এলাকার ফসলি জমি, ফলের গাছ ও কৃষিপণ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় টিনের তৈরি ঘরবাড়িরও ক্ষতি হয়।

কালিয়াকৈর উপজেলার গাছবাড়ি এলাকার আব্বাস আলী বলেন, বয়স ৭০ হইল এতো বড় বড় শিল কখনো দেখি নাই। আমার ঘরের টিনের চাল ফোটা হইয়া গেছে। আম গাছে যতো ফুল আইছিল সব শেষ।

বিজ্ঞাপন

ফুলবাড়ীয়া এলাকার জয়নাল উদ্দিন বলেন, বৃষ্টির পর সবজি ক্ষেতে যাইয়া চোখের পানি ধইরা রাখতে পারিনাই। সব গাছ ছেইচা গেছে৷ এতো বড় বড় শিল আগে কখনো দেখিনাই।

এদিকে বৃষ্টির পরপরই বিভিন্ন এলাকায় ঘরের উঠান ও টিনের চালে জমা হওয়া শিলের জমে থাকা স্তুপ ছিল অবাক করার মতো। মূহুর্তেই এসব তাণ্ডবের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যা দেখে বুঝা যায় ওইসব এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ।

কালিয়াকৈর উপজেলার কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বছরের এই সময়ে ঝড়বৃষ্টি শুরু হয়। তবে এই সময়ে শিলাবৃষ্টি হওয়ার ফলে কৃষিপণ্য ও ফলজ গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।