চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের ইফতার

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইউসিএজেএএ)-বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বেলা আড়াইটায় নগরীর হোটেল দি দি পেনিনসুলা চিটাগং-এ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিইউসিএজেএএ-এর সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শিমুল। সভা পরিচালনা ও বিগত এক বছরের সার্বিক কার্যক্রম তুলে ধরেন সিইউসিএজেএএ-এর সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন আলমগীর। এতে বিগত এক বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। এ সময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা অংশগ্রহণ করে তাদের মতামত ও ভবিষ্যত দিকনির্দেশনা তুলে ধরেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও চবির সাবেক শিক্ষার্থী আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী, অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, বিভাগের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক।

সিইউসিএজেএএ-এর সভাপতি মো. নজরুল ইসলাম শিমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন বিভাগের সভাপতি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক রওশন আক্তার। ইফতার মাহফিলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দসহ শতাধিক অ্যালামনাই সদস্য অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন