৯ এপ্রিল ছুটি পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা
ঈদুল ফিতরের আগে ৯ এপ্রিল সরকারি অফিস ছুটির বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। তবে কোনো কর্মকর্তা চাইলে ওইদিন (৯ এপ্রিল) তার কর্তৃপক্ষের কাছ থেকে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিব বলেন, ৮ ও ৯ এপ্রিল যথাযথ নিয়মে অফিস খোলা থাকবে। ৯ এপ্রিল ছুটির বিষয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি যে সুপারিশ পেশ করেছিল মন্ত্রিসভা তা আমলে নেয়নি। তবে যারা দূরে যাবেন তারা চাইলে ছুটি নিতে পারবেন বলেও জানান সচিব।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, 'আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হবে। এতে কাজে স্থবিরতা আসবে। তবে যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।