ভালুকায় অটোরিকশা ছিনতাই চক্রের ১ জন আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় চুরি করা অটোরিকশা কেটে বিক্রির সময় আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভালুকা মডেল থানা ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আটককৃত আনোয়ার হোসেন উপজেলার উড়াহাটি পশ্চিমপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

এর আগে, সোমবার (১ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাস্টারবাড়ী এলাকা থেকে তাকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে টাঙ্গাইল জেলার মধুপুর এলাকা থেকে কাটা যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কালাম আজাদ, এস আই নূর কাসেম, এএসআই কামরুল সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করলেও তার সঙ্গে থাকা সহযোগীরা পালিয়ে যায়। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি সদস্যদের ধরতে অভিযান চলছে।