বহির্নোঙরে জাহাজ থেকে পিছলে পড়ে ভারতীয় নাবিকের মৃত্যু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপরিশোধিত চিনি নিয়ে আসা ‘এমভি ট্রিস্টার ডুগন’ নামে জাহাজ থেকে পিছলে পড়ে ভারতীয় এক নাবিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) রাতে নগরীর পতেঙ্গা থানার আলফা অ্যাঙ্কোরেজ এলাকায় নোঙর অবস্থায় ওই জাহাজে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি শনিবার রাতে জানাজানি হয়।

বিজ্ঞাপন

নিহত নাবিকের নাম সিন্ধে ক্রুনাল কুমার গজানন্দ (৩৫)। তিনি ভারতের গুজরাটের বাসিন্দা। এ নাবিক পানামার পতাকাবাহী এমভি ট্রিস্টার ডুগন নামের ওই জাহাজে সীম্যান পদে কর্মরত ছিলেন। জাহাজটির স্থানীয় প্রতিনিধি হাসান শিপিং লাইনস বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বার্তা২৪.কমকে জানান, গতরাতে জাহাজটি বন্দরের আলফা অ্যাঙ্কোরেজে নোঙর অবস্থায় ছিল। তখন ওই নাবিক হেজ কভার চেক করার সময় পিছলে পড়ে মারা যায় বলে আজকে বিকেলে খবর পেয়েছি। জাহাজ কিংবা তাদের এজেন্টের পক্ষ থেকে বন্দরের নিয়ন্ত্রণ কক্ষে কিছুই জানানো হয়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি, জাহাজটি অপরিশোধিত চিনি নিয়ে এসেছিল।

বিজ্ঞাপন