অন্য দেশ কিভাবে আমাদের চেয়ে ভালো কাবাডি খেলে?- ক্রীড়ামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪ কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। অন্য দেশ কিভাবে আমাদের চেয়ে ভালো কাবাডি খেলে? আগে গ্রামে গঞ্জে খেলা হত। এখন তো দেখিনা। কাবাডিটাকে আবার চালু করতে হবে।

বাংলাদেশের ফেডারেশনগুলো নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে কাবাডি খেলা নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান এ মন্তব্য করেন। এছাড়া ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে ভবিষ্যত করণীয় নির্ধারণ করে কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে আয়োজিত যুব মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেন, সব ফেডারেশন বা সব খেলায় আমাদের গোল্ড মেডেল আনতে হবে এমন চিন্তা করাটা ঠিক হবেনা। সব ফেডারেশন নিয়ে আমার আগে জানতে হবে। ফেডারেশন আছে ৫৮টা, এর মধ্যে ৫৪টার সাথে আমার বসতেই হবে। কিছু আছে যাদের নিয়ে ওয়ার্ল্ড কাপ চিন্তা করা যায়, কিছু আছে এসএ গেমস, কিছু এশিয়ান গেমস, কিছু আছে যাদের দিয়ে অলিম্পিকে বা কমনওয়েলথে পদক আনতে চাই। এই ভাগটা করতে হবে। সবাইকে যদি আমরা একভাবে দেখতে যাই, তাহলে কোনটাই ঠিকভাবে সাহায্য সহযোগীতা পাবেনা। আমাদের রিসোর্চও তো সীমিত আছে। আগে তাদের সাথে বসতে চাই, আলোচনা করতে চাই। তারা কি ভাবছে, তাদের চিন্তা-ভাবনা কি, তারা কোথায় যেতে পারে। এই ব্যাপারগুলোই আলোচনা করছি ওদের সাথে। তারপর এখান থেকে শর্টলিস্ট করব।

বিজ্ঞাপন

ফেডারেশন ছাড়াও তাদের খেলোয়ারদের সাথেও আলোচনা করা হচ্ছে এবং আর ২ দিনের মধ্যে আলোচনা শেষ হবে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী।

তিনি বলেন, এই ধরণের পরিকল্পনা করে আমার ধারণা, সবার সাথে বসার পরে আগামী ৩ মাসের মধ্যে আমি একটা প্ল্যান করব আমার মত। মন্ত্রণালয়ের সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নেব। তখন আপনারা ফলাফল দেখতে পাবেন। আমাকে জিজ্ঞেস করতে হবেনা। আপনারা বুঝবেন কি হচ্ছে, কেন হচ্ছে। এর জন্য সকলের সহযোগীতা দরকার। কয়েকটা সিদ্ধান্ত হতে পারে খুবই কঠিন। আমার যদি মনে হয় কিছু করতে হবে আমি আপ্রাণ চেষ্টা করব সেটা করতে। আর যদি না করি তাহলে তাদের সাথে নাই।

বেশ কিছুদিন ধরেই ফেডারশনগুলোর সাথে আলোচনায় অংশ নিচ্ছিলেন ক্রীড়ামন্ত্রী। ফেডারেশনগুলোর অভাব, অভিযোগ বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য কিকি পদক্ষেপ নেয়া হবে জানতে চাইলে এসব কথা বলেন তিনি।

যুব মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক আবু তাহের মো. মাসুদ রানা। শতাধিক যুব নারী ও পুরুষের অংশগ্রহণে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মহীউদ্দীন আহমেদ, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান।