মংলা ইপিজেডে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যাচ্ছে সহকর্মীরা / ছবি: বার্তা২৪

আহত শ্রমিককে হাসপাতালে নিয়ে যাচ্ছে সহকর্মীরা / ছবি: বার্তা২৪

মংলা ইপিজেডে পাথর চাপায় কাজী রবিউল (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) রাতের তার মরদেহ বন্দর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত রবিউলের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি মোংলার দিগরাজে পরিবারসহ ভাড়া বাড়িতে থাকতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ইপিজেডের কাতার মার্বেল ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিক কাজী রবিউল (২৯) রোববার বিকেলে পাথরের টাইলস সরানোর কাজ করছিলেন। মেশিনের সাহায্যে বিশাল আকৃতির পাথর কেটে রাখা ‘পাথর টাইলস’ সরানোর সময় প্রায় তিন টন ওজনের টাইলসের (পাথরের) নিচে চাপা পড়ে রবিউল। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

নিহত রবিউলের মরদেহ রাতে বন্দর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) সকালে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

মংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আকরাম হোসেন বলেন, ‘ইপিজেডের কাতার মার্বেল ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনায় রবিউল নামক এক শ্রমিক মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।