ব্রাহ্মণবাড়িয়া কারাগারে থাকা হাজতির মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে থাকা মো. মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মহিউদ্দিন জেলার কসবা উপজেলার কুটির আমিন উদ্দিনের ছেলে। সে মাদকের মামলায় কারাগারের হাজতে ছিল।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. শহিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, একমাস আগে মাদকের একটি মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠায় পুলিশ। বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে কারাগারের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুরের দিকে মারা যান। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।