সাতক্ষীরায় বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কালীগঞ্জে বাড়ির পাশে খালে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিমুল হোসেন নামে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

তিনি কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের এশার আলী কাগুজির ছেলে এবং রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাইফুল ইসলাম জানান, মাদরাসা ছাত্র শিমুল হোসেন বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এর কিছুক্ষণ পর দক্ষিণ আকাশে কালো ঘন মেঘে ঝড় বৃষ্টি শুরু হয়। বেলা আনুমানিক সোয়া ১টার দিকে একটি বিকট শব্দে আকস্মিক বজ্রপাত ঘটে। ছেলে শিমুল হোসেন বাড়ি ফিরতে দেরি দেখে তার মা শিরীনা বেগম গিয়ে দেখে তার ছেলে খালের বাঁধে পড়ে আছে। তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে স্থানীয় গ্রাম্য ডাক্তার মোস্তাফিজের নিকটে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন