ব্রহ্মপুত্রে মাছ ধরতে নেমে পানিতে ডুবে জেলের মৃত্যু
নিহত আলমগীর মিয়া সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আসাদুল্লাহ'র ছেলে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ২০৪ জন ঢাকা মহানগরে। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৫৩ জন, খুলনা বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫৫ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ১৬ জন ও সিলেট বিভাগে নয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।
বিয়ের ৮ মাসের মাথায় স্বপ্নের সোনার সংসার শেষ হয়ে গেছে লামিয়া আক্তার তিন্নি (২০) নামের এক গৃহবধূর। স্বামী মনিরুলের লাঠির আঘাতে নির্মম ভাবে নিহত হয়েছেন তিন্নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যার পরে বরগুনার আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত লামিয়া আক্তার তিন্নি উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের নিজাম উদ্দিন হাওলাদারের মেয়ে।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে তিন্নির সঙ্গে একই গ্রামের হারুন খানের ছেলে অটোরিকশা চালক মনিরুলের বিয়ে হয়। তিন্নি তখন এসএসসি পরীক্ষার্থী ছিল।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রীর ওপর পরকিয়ার অভিযোগ মনিরুল তিন্নির মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে তিন্নি। তখন মনিরুল ও তার পরিবারের সদস্যদের সহযোগিতায় তিন্নিকে চিকিৎসার জন্য আমতলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনা দেখে মনিরুল স্ত্রীর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন হাসপাতালে উপস্থিত জনতা তাকে আটক করে আমতলী থানা পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ তিন্নির মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে বুধবার সকালে ময়না তদন্তের জন্য বরগুনার জেনারেল হাসপাতালে পাঠায়।
তিন্নির ভাই রাব্বি হাওলাদার অভিযোগ করে বলেন, আমার বোনকে ৩ লাখ টাকা যৌতুকের জন্য পিটিয়ে হত্যা করেছে। বিয়ের সময় আমার বাবা তিন্নির সুখের কথা ভেবে সংসারে মালামাল, গলার চেইন ও কানের দুল দিয়েছিল। কিন্তু আমার বোনের কপালে সেই সুখ সইলোনা। মাত্র ৮ মাসের মাথায় তাকে ৩ লাখ টাকার জন্য পিটিয়ে হত্যা করা হলো।
চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রুহুল আমিন বলেন, যৌতুকের জন্য তিন্নি আক্তার লামিয়কে স্বামী মনিরুল এবং তার শ্বশুর হারুন খান, শাশুড়ি লাইলী বেগম প্রায়ই নির্যাতন করতো। ঘটনার দিন মনিরুল তিন্নির নিকট ৩ লাখ টাকা যৌতুক দাবী করে। এ টাকা দিতে না পারায় তাকে পিটিয়ে হত্যা করে। আমরা এই ঘটনার বিচার চাই।
তবে অভিযুক্ত মনিরুল ইসলামের অভিযোগ তিন্নি পরকীয়া করতো। আমি নিষেধ করার পরও সে শুনতো না। ওই বিষয় নিয়ে স্থানীয়ভাবে সালিশ দরবারও হয়েছে।
ঘটনার দিন রাতে পরকীয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মাথায় লাঠির আঘাতে তিন্নির মৃত্যু হয় বলেও স্বীকার করে মনিরুল।
আমতলী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মনিরুজ্জামান খান বার্তা২৪.কমকে বলেন, তিন্নির মাথায় লাঠির আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার আগেই তার মুত্যু হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ বার্তা২৪.কমকে বলেন, হাসপাতাল থেকে তিন্নির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রগুনার মর্গে পাঠানো হয়েছে। নিহত তিন্নির স্বামী মনিরুলকে আটক করা হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্ততি চলছে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনের ধাক্কায় লিয়ন ইসলাম (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের উপজেলা সদরের মমিনের গ্যারেজ রেল গেট টাওয়ার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে রেল লাইনের ধারে ঘোরাফেরা করছিল মাসিক প্রতিবন্ধী কিশোর লিয়ন ইসলাম। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় লিয়ন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে ঘোড়দৌড়ে আগ্রহী করে তুলতে ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জেলার সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার আয়োজনে ফাড়াবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে আশপাশের গ্রাম ও দূর-দূরান্ত থেকে কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান।
খেলায় এ,বি,সি নামে তিনটি গ্রুপে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। 'এ' ও 'বি' গ্রুপ ফাইনালে অংশগ্রহণ করলে 'বি' গ্রুপের হর্সপাওয়ার চাম্পিয়ন হয়। খেলায় পঞ্চগড়, দিনাজপুর, শরীয়তপুর সহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রায় এক যুগ পর ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। প্রতি বছরে এমন আয়োজনের দাবি তাদের। এমন আয়োজন গ্রামীণ পরিবেশে এক বিশাল উৎসবের মতই।
ঘোড়দৌড় দেখতে আসা জান্নাতুন বলেন, পরিবারের সবাই মিলে ঘোড়দৌড় দেখতে এসেছি। অনেক বড় বড় ঘোড়া দেখলাম। খুবই ভালো লাগলো। এমন আয়োজন যেন প্রতিবছর হয়।
ওই এলাকার রফিকুল ইসলাম বলেন, এই আয়োজনে হাজার হাজার মানুষ হয়েছে। ঘোড়দৌড় দেখতে পেরে সকলেই অনেক আনন্দিত। হারিয়ে যাওয়া এই খেলাগুলোর যেন সবসময় আয়োজন করা হয়।
খেলার প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ বলেন, খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। আয়োজনে অনেক মানুষের উপস্থিতি হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা সকলের উদ্যোগে টিকিয়ে রাখতে হবে। ঘোড়দৌড় গ্রামীণ একটি ঐতিহ্যবাহী খেলা।
প্রতিযোগিতায় ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ও জিএস ওবায়দুল্লাহ মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সদর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। এছাড়াও উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।