ঐতিহাসিক ৬ দফা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা
ঐতিহাসিক ছয় দফা দিবস আগামীকাল শুক্রবার (৭ জুন)। ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।
ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও আলোচনার সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (৬ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে শুক্রবার (৭ জুন) সকাল ৮ টায় ধানমন্ডি বত্রিশস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে বাংলাদেশ আওয়ামী লীগ।
এতে আরও বলা হয়, এদিন বিকাল সাড়ে তিনটায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ-এর সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।