আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কলাপাড়া (পটুয়াখালী)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলীপুরের ভাই-ভাই আবাসিক হোটেলের ১১নং কক্ষ থেকে শফিকুর রহমান (৭০) নামের সাবেক এক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকাল ১১টায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

নিহত শফিকুর রহমান চাঁদপুরের চান্দরা পাটোয়ারী বাড়ি এলাকার বাখরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, তিনি গত ২৩ সালের ডিসেম্বরে এই হোটেলের ১১নং রুমে ব্যাচেলার ভাড়াটিয়া হিসেবে থাকতেন। গতকাল রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। আজ সকালে হোটেল কর্তৃপক্ষ নাস্তা খাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে খবর দেয় তারা। এসময়ে হোটেলের জানালার ফাঁক দিয়ে তার মরদেহ খাটের পাশে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত মহিপুর থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। পটুয়াখালী থেকে ক্রাইমসিনের সদস্যরা আসছেন। মৃত্যু রহস্য উন্মোচনে তদন্ত চলছে।