সাতক্ষীরায় বজ্রপাতে ২ জন নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ‌্যামনগ‌রে গাবুরায় বজ্রপাতে শিশুসহ ২ জন নিহত হ‌য়ে‌ছে। এসময় আহত হ‌য়ে‌ছেন আরও ২ জন।

বৃহস্পতিবার (২০ জুন) শ‌্যামনগ‌রের গড়পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দি‌কে হঠাৎ বৃষ্টিপাত শুরু হ‌লে গাবুরার গাগড়ামারী ও নেবুবু‌নিয়া ৩ নং এর মাঝামা‌ঝি এলাকার এক‌টি ফাঁকা মৎস‌ ঘে‌রের বাসায় আশ্রয় নেন ৪ জন। সেখা‌নে বজ্রপা‌তে ২ জন নিহত ২ জন আহত হন। নিহতরা হ‌লেন কয়রার ঘ‌ড়িলাল গ্রা‌মের বোট চালক মোহাম্মদ গাজীর ছেলে এনা‌য়েত (৩৭), তি‌নি তিন সন্তা‌নের জনক। নিহত অন‌্যজন আল আমিনের শিশু সন্তান নাজমুল (১১)।

আহত ২ জনের একজন আনারু‌দ্দিনের ছেলে মুছা গাজী (৬৫), অন‌্যজন মোস্তফা কামালের ছেলে মইনুর (১৩)। সবার বাড়ি কয়রার দ‌ক্ষিণ‌ বেদকাশী ইউনিয়নের ঘড়িয়াল গ্রা‌মে। আহত ২জনের অবস্থা আশংকাজনক, তা‌দের চি‌কিৎসার জন‌্য শ্যামনগর উপজেলা স্বাস্থ‌্য ক‌ম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

আহতরা জানান, তারা গড়প্দ্মপুকু‌রের আত্ময়ের বাসা থে‌কে বা‌ড়ি ফিরছিলেন, প‌থে বৃ‌ষ্টি না‌মলে সেসময় বজ্রপাত হয়।