সংগঠিত হওয়ার চেষ্টা করছে নব্য জেএমবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাংবাদিকদের ব্রিফিং করছেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান/ ছবি: বার্তা২৪.কম

সাংবাদিকদের ব্রিফিং করছেন র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান/ ছবি: বার্তা২৪.কম

নব্য জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্যরা পুনরায় সংগঠিত হবার চেষ্টা করছে। এই উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চলের জঙ্গিরা একত্রিত হচ্ছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র মুফতি মাহমুদ খান।

শনিবার (২৬ জানুয়ারি) র‌্যাবের মিডিয়া সেন্টারে জঙ্গি নেতা শরীফুল ইসলাম ওরফে খালিদের সম্পর্কে ব্রিফিং-এর সময় সাংবাদিকদের এসব কথা বলেন এই মুখপাত্র।

বিজ্ঞাপন

মুফতি মাহমুদ খান বলেন, ‘শীর্ষ স্থানীয় জঙ্গি নেতাদের শূন্যস্থান পূরণ করার লক্ষ্যে নব্য জেএমবির সদস্যরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এ উদ্দেশ্যে বিভিন্ন অঞ্চলের কয়েক জন জঙ্গি সদস্য একত্রিত হয়েছে।‘

‘তারা ইতোমধ্যে হিজরত করার জন্য বাসা থেকে বের হয়েছে। এই জঙ্গি সদস্যদের সর্ম্পকে আমাদের কাছে তথ্য আছে। তাদের মাঝে একজন নারী সদস্যও আছে।’

তিনি বলেন, ‘পলাতক জঙ্গিরা সুযোগ সুবিধা মতো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। তারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছে। তবে তাদের উপর আমাদের কঠোর নজরদারি আছে।’