চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রাম বন্দরে এক কন্টেইনার বিদেশি সিগারেট জব্দ

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বন্দর দিয়ে হামকো কর্পোরেশন নামে একটি ঢাকার প্রতিষ্ঠান ওয়াটার পিউরিফায়ার আমদানির ঘোষণায় আনা কনটেইনার ভর্তি বিদেশি সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস।       

বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে কাস্টমস কর্মকর্তারা ওই কন্টেইনারে তল্লাশি চালিয়ে এসবে সিগারেট জব্দ করেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, হামকো কর্পোরেশন লিমিটেড নামে ঢাকার একটি প্রতিষ্ঠান ওয়াটার পিউরিফায়ার আমদানি করা একটি ২০ ফুটের কন্টেইনার বুধবার দুপুর দেড়টায় চট্টগ্রাম বন্দরে আসে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই কন্টেইনারটি তল্লাশি করা হয়। কাস্টমসের নিরীক্ষা, অনুসন্ধান ও গবেষণা (এআইআর) শাখা কায়িক পরীক্ষায় ২ হাজার ৫০০ কার্টুন মন্ড সিগারেট উদ্ধার করা হয়েছে।

এছাড়া ২৫০টি প্যাকেজে ৫০ লাখ শলাকা সিগারেট উদ্ধার করে তা আটক করা হয়েছে। আপেল ও স্ট্রবেরি ফ্লেভারের মন্ড সিগারেটগুলো ওয়াটার পিউরিফায়ারের নামে আমদানি করার চেষ্টা করছিলে তারা। 

ঢাকার ওই প্রতিষ্ঠানটি দ্যা সিটি ব্যাংক লিমিটেড থেকে এলসি নিয়ে ব্যাংককের এশিয়ান গ্লোবাল কোম্পানি লিমিটেড থেকে চট্টগ্রাম বন্দরে আনে। 'KOTAANGGUN' নামে একটি ভ্যাসেলে কন্টেইনারটি আনা হয়েছে। 

রাতে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার (ডিসি) এ কে এম খায়রুল বাশার জানান, আটক কার্যক্রম শেষ করার পর কত টাকা রাজস্ব ফাঁকি দেওয়া চেষ্টা করা হয়েছিলো তা জানা যাবে। স্থানীয় পর্যায়ে বিদেশি সিগারেট উৎপাদন ব্যাহত করার চেষ্টায় অবৈধভাবে বিদেশ হতে সিগারেটগুলো আনা হয়েছে। তাই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  

যশোর-নড়াইল মহাসড়কে সড়ক দুর্ঘটনা, আহত ৩৫



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, যশোর
নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা লাইনের একটি বাস খাদে পড়ে। বার্তা২৪.কম

নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা লাইনের একটি বাস খাদে পড়ে। বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

যশোর-নড়াইল মহাসড়কের করিমপুর ঈদগাহের সামনে বেপরোয়া গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী যমুনা লাইনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছে।

রোববার (৩০ জুন) বেলা ১২টার দিকে বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রী ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা লাইনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে চলার সময় বেলা ১২টার দিকে বাঘারপাড়ার করিমপুর ঈদগাহ ময়দানের আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শের গভীর খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ১০ জন গুরুতরভাবে আহত হওয়াসহ মোট ৩৫ জন আহত হয়েছে।

গুরুতর আহতদেরকে স্থানীয়রা যশোর ও নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে। বাকীদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় আহত আবদুল গফুর জানান, গাড়ির চালককের বেপরোয়া চালানোর করণেই এ দুর্ঘটনা ঘটেছে। আরও একজন আহত যাত্রী রহিমা বেগম জানান জানান, কীভাবে যেন হঠাৎ করেই গাড়ী খাদের দিকে ধাবিত হয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় সকল যাত্রীই কমবেশি আহত হয়েছে। এ দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেন।

;

শার্শায় সাপের কামড়ে শিশুর মৃত্যু



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল (যশোর)
প্রান্তি, ছবি: সংগৃহীত

প্রান্তি, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যশোরের শার্শার নিজামপুরে বিষাক্ত সাপের কামড়ে আবারও প্রান্তি (৬ ) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ জুন) রাতে তার মৃত্যু হয়। প্রাপ্তি উপজেলার নিজামপুর ইউনিয়নের একঝালা গ্রামের সোহাগ হোসেনের মেয়ে।

এর আগে, গত ২১ জুন যশোরের শার্শায় সাপের কামড়ে ফোরকান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহত ফোরকান শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

এনিয়ে গত এক সপ্তাহে শার্শায় সাপের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে।

প্রান্তির মামা রাকিব হোসেন জানান, শনিবার রাত ১২টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে শিশুটি কান্না করলে তার মা বাবা তাকে গ্রামের একটি ওঝার কাছে নিয়ে গেলে সাপে কেটেছে বলে ওঝা জানান। ওঝার চেষ্টা ব্যর্থ হলে এক পর্যায়ে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল, পরে যশোর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে পাঠানো হয়। এর পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

এদিকে এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি দেশজুড়ে বিষধর সাপ ‘রাসেলস ভাইপার’ আতঙ্কের মধ্যে শিশু প্রান্তির এমন মৃত্যুতে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তবে উপজেলা বা ইউনিয়ন পরিষদ গুলো থেকে সচেতনতার বিষয়ে তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি।

;

‘সাড়ে ৫ লাখ তরুণের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বিডা’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
জাতীয় সংসদ, ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ৫ লাখ ৩৭ হাজার ৩৫৬ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করেছে বলে জানিয়েছেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বাজেটে অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিডা ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত ৪ হাজার ৭১১টি (স্থানীয় ৪ হাজার ১৩০টি এবং বৈদেশিক ৫৮১টি) শিল্প প্রকল্পের নিবন্ধন প্রদান করেছে। এর বিপরীতে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২৮ লাখ ৩০ হাজার ৫৩৭ দশমিক ৮৫ মিলিয়ন টাকা। যেখানে ওই কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

একই প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক জানান, বিডা বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, উন্নত সেবা প্রদান, কার্যকর সমন্বয় সাধন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করছে। বিডা থেকে দেশি-বিদেশি শিল্প প্রকল্পের নিবন্ধন প্রদান করা হয়ে থাকে।

সরকারদলীয় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী মোজাম্মেল হক জানান, চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে জুলাই ২০২৩ থেকে ২০২৪ সালের ২২ জুন পর্যন্ত বিডা ওএসএসের (ওয়ান স্টপ সার্ভিস) মাধ্যমে মোট এক হাজার ৮৭টি শিল্প প্রকল্প নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে ৯৬১টি স্থানীয়, ৬০টি যৌথ উদ্যোগে এবং ৬৬টি বিদেশি শিল্প প্রকল্প রয়েছে। তিনি জানান, এসব নিবন্ধিত শিল্প প্রকল্পের বিপরীতে ওই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে ৮ লাখ ৫৬ হাজার ৫০২ মিলিয়ন টাকা। এর মধ্যে স্থানীয় ৭ লাখ ৫৬ হাজার ৪১ মিলিয়ন টাকা এবং বৈদেশিক ১ লাখ ৪৬১ মিলিয়ন টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

;

সুনামগঞ্জে বাড়ছে পানি, ফের বন্যা আতঙ্কে স্থানীয়রা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ
সুরমা নদীতে বাড়ছে পানি

সুরমা নদীতে বাড়ছে পানি

  • Font increase
  • Font Decrease

সুনামগঞ্জে ঈদের দিন সৃষ্টি হওয়া বন্যার পানি এখনও পুরোপুরি নামেনি। এর মধ্যে আওহাওয়া অধিদফতরের ৭২ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের ২৪ ঘণ্টার মধ্যেই বাড়তে শুরু করেছে সুরমা নদীর পানি। এতে ফের বন্যা আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ ওয়াটার রিডিং অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি ১৬ সেন্টিমিটার বেড়ে ৭.৩১ সমতলে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে। সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে ৩৫ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ১৮৬ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করবে। বন্যা হতেও পারে, তবে ততটা বড় বন্যা হবে না।

এর আগে, গত ১৬ জুন ভারতের পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয় সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলা। পরের দিন কোরবানি ঈদের সকালে প্লাবিত হয় সুনামগঞ্জের ১১টি উপজেলা। সৃষ্টি হয় বন্যা পরিস্থিতির। জেলা প্রশাসনের হিসাব মতে এক হাজারের অধিক গ্রামের ৮ লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিলেন। সেই বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। জেলার ১১টি উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনো রয়েছে জলমগ্ন অবস্থায়।

;