রাফিত হত্যায় বন্ধু রাজিনের স্বীকারোক্তি

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

রাফিত হত্যায় বন্ধু রাজিনের স্বীকারোক্তি/ছবি: সংগৃহীত

রাফিত হত্যায় বন্ধু রাজিনের স্বীকারোক্তি/ছবি: সংগৃহীত

ক্লাসরুমে দ্বন্দ্বের জের ধরে রাজধানীর মিরপুরে হত্যার শিকার ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বন্ধু রাজিন ইকবাল চৌধুরী।

সোমবার (০৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। আদালত জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছিলেন।

গত ৭ জুলাই হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে রাজিনকে গ্রেফতার করে র‌্যাব।

এর আগে, গত ৬ জুলাই দুপুরে জুবায়েরকে রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পার্শ্ববর্তী নিজ ভাড়া বাসায় ডেকে রাফিনকে হত্যা করা হয়।

এই ঘটনায় নিহতের বাবা আবুল বাশার বাদী হয়ে রাজিন ও তার বাবা ইকবাল চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় রাফিতের বাবা পূর্ব বিরোধের ঘটনায় এই হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।