চট্টগ্রামে পুলিশের কড়া নজরদারিতে বন্ধ কোচিং সেন্টার



স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা ২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কড়া নজরদারির মুখে চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে কোচিং সেন্টারের সব কার্যক্রম। ফলে আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁস রোধে সরকারের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকসহ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) নগরীর চকবাজার ও জিইসি এলাকা ঘুরে বিভিন্ন কোচিং সেন্টারের ঘুরে এমন চিত্র চোখে পড়ে।

জানা যায়, দায়িত্ব গ্রহণের পরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এইচএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে ২৭ জানুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেন।

এমনকি গত ২২ জানুয়ারি চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি পরীক্ষার পূর্বে কোনো অনৈতিক পথের খোঁজ না করতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানান।

এমন নির্দেশনার পরে নতুন করে নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক কর্তৃপক্ষ। ফলে কোচিং সেন্টারের নজরদারি বৃদ্ধির সাথে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

চকবাজার এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ কোচিং সেন্টারে ঝুলছে তালা, কোনটিতে সরকারি নির্দেশনা আদেশের কপি সাঁটানো হয়েছে, কোনটিতে প্রবেশ মুখে প্রহরী বসে আছে। নেই শিক্ষার্থীদের আনোগোনা। জিইসি এলাকায় কোচিং সেন্টারের শাখা কার্যক্রমেও একই চিত্র।

একটি বিশ্ববিদ্যালয়ের কোচিং সেন্টারে সামনে এক প্রহরী আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, গত দুদিন ধরে ভবনটির বেশ কয়েকটি কোচিংয়ে কার্যত্রম চলছে না। এইচএসসি পরীক্ষার পরে খোলা হবে।

কোচিং সেন্টারগুলো ক্ষতির সম্মুখীন হলেও সরকারের নির্দেশনা মানতে বাধ্য বলে জানান আরেকটি কোচিং সেন্টারের পরিচালক তাসরিফ হক।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বার্তা২৪.কমকে বলেন, এখন পর্যন্ত সবধরনের কোচিং সেন্টার বন্ধ রয়েছে। যদি কোনো তথ্য পেয়ে থাকি খোলা হয়েছে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মনিটরিং করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে জেলা প্রশাসক কোচিং সেন্টার থেকে শুরু করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়ছার। তিনি বার্তা২৪.কমকে বলেন, সামগ্রিক বিষয়ে আমাদের মনিটরিং রয়েছে। আশা করছি এবার চট্টগ্রামে প্রশ্নফাঁসমুক্ত উৎসবমুখর পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

মো. রেদওয়ান খন্দকার নামের এক অভিভাবক বার্তা২৪.কমকে বলেন, এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিটি সিদ্ধান্ত সাহসী ও ইতিবাচক। আশা করি, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ চাকরি পরীক্ষায় স্বচ্ছতা আনতে এমন ভূমিকা অব্যাহত থাকবে।

   

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে দুই কিশোরের শরীর



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর বৃহত্তর রায়পুরায় উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে দুই কিশোরের শরীর। পরে আশঙ্কজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ২টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের আশারামপুর বাজারের সমতা সুপার মার্কেটের তৃতীয় তলার ছাদে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- আশারামপুর বাজার এলাকার রিকশা চালক তাহের মিয়ার ছেলে নাঈম মিয়া (১৬) ও সৌদি প্রবাসি কাইয়ূম শিকদারের ছেলে আরিফুল শিকদার (১৭)।

প্রত্যক্ষদর্শী সুফিয়া বেগম জানান, তিনি ছাদে ধান শুকানো কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় ছাদের এক কোণে আরিফুল ও নাঈম নামে দুই কিশোর দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দ হয়। পাশে ফিরে তিনি দেখতে পান ছাদে পাশাপাশি পড়ে রয়েছে তারা।

পরে এগিয়ে গিয়ে ওই দুই কিশোরের জামা ও শরীর পুড়ে যাওয়া দেখতে পান তিনি। আশারামপুর বাজারের সমতা সুপার মার্কেটের ছাদ থেকে পাঁচ মিটার দূরে রয়েছে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন। তবে কিভাবে ওই লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তার ধারণা দিতে পারেননি ওই নারী।

স্থানীয় যুবক মনির হোসেন বলেন, শব্দ শুনে মার্কেটের তৃতীয় তলার ছাদে গিয়ে দেখতে পান আহত নাঈমের শরীরের অর্ধেক অংশ ছাদের ওপর ও বাকি অংশ বাহিরে থাকা অবস্থায় পড়ে আছে। তার পুরো শরীর পুড়ে গেছে। আহত আরিফুলের পুড়ে গেছে বাঁ পাশের হাত ও হাঁটু থেকে পা পর্যন্ত। পরে তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আহত আরিফুল শিকদারের মা আঁখি নূর জানান, তার ছেলে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুলের হাত ও পা থেকে হাঁটু পর্যন্ত ঝলসে গেছে।

আহত নাঈমের বাবা রিকশা চালক তাহের মিয়া বলেন, তার ছেলে সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় পাস করেছে। নাঈমের পুরো শরীর পুড়ে গেছে। ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

আহত নাঈম বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন। চিকিৎসকদের বরাত দিয়ে আহত নাঈমের স্বজনরা জানান, নাঈমের শরীরিক অবস্থা আশঙ্কাজন।

পলাশতলী ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম বলেন, আহত নাঈম শেখ হাসিনা জাতীয় বার্ন ও পাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহত আরিফুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিসাধীন বলে জানান তিনি।

;

ইছামতি নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার দেবহাটার ইছামতি নদী থেকে আহছান হাবিবুল হক (৪৫) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সে ভারতের উত্তর ২৪ পরগনার আয়নাল হকের ছেলে।

মঙ্গলবার (২১ মে) ভারত-বাংলাদেশ সীমানার কোমরপুর এলাকার নদীরচর থেকে এ মরদেহ উদ্ধার হয়।

কোমরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার এনামুল হক জানান, ইছামতী নদীতে ভেসে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে দেবহাটা থানা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ব্যক্তির লাশের পরনে ছিল কালো টি শার্ট ও জিন্স প্যান্ট তার গায়ের রং শ্যামলা। মরদেহের প্যান্টের পকেটে থাকা আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করে ভারতীয় বিএসএফকে বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারকালে দেবহাটা থানা পুলিশ ও ১৭ বিজিবি শাখরা ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদ জানান, ভারতীয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবি’র পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে কথা হয়েছে। বিষয়টি সরকারি নিয়ম মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

;

ইসি থেকে জননিরাপত্তা বিভাগের সচিব হলেন জাহাংগীর আলম



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ ঘোষণা করা হয়।

সরকারের সচিব মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের ২৭ অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

সচিব হওয়ার আগে মো. জাহাংগীর আলম জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। মো. জাহাংগীর আলম সচিব থাকার সময়ে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তিনি ১৯৬৯ সালের ১৫ মে পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য হিসেবে ২৫ এপ্রিল ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলায় যোগদান করেন।

;

মানিকগঞ্জের তিন উপজেলায় বিজয়ী যারা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দোয়াত কলম প্রতীকে মো.আব্দুর রহিম খান, ঘিওর উপজেলায় শালিক প্রতীকে মাহাবুবুর রহমান জনি এবং দৌলতপুর উপজেলায় দোয়াত কলম প্রতীকে এস.এম শফিকুল ইসলাম শফিক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার ১৮০টি ভোট কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এরপর মঙ্গলবার রাতে শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলার রিটার্নিং কর্মকর্তারা ভোট কেন্দ্রের ভোটারদের প্রাপ্ত ভোটের মাধ্যমে শিবালয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো.আব্দুর রহিম খান, ঘিওরে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি এবং দৌলতপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম শফিকুল ইসলাম শফিককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলায় চেয়ারম্যানপদে ১৮জন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১৬জন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ১৩জন প্রতিদ্বন্দ্বিতাকরেন।

;