কক্সবাজার জেলা আ.লীগ কার্যালয়ের নিচে বোমা সদৃশ বস্তু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিচে পড়ে আছে দুটি বোমা সদৃশ বস্তু। পরিচ্ছন্নতা কর্মী আবর্জনা পরিষ্কার করতে গিয়ে বোমা সদৃশ বস্তু দেখতে পান। পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পুলিশের একটি টিম হাজির হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সন্ধ্যায় শহরের লালদিঘির পাড়ে অবস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে লালদিঘি পুকুরের মাটিতে পড়ে আছে এ বোমা সদৃশ বস্তু।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী সেই পরিচ্ছন্নতা কর্মী শামশুল আলম বলেন, 'মাগরিবের আগে যখন ময়লা আবর্জনা পরিষ্কার করতে যাই তখন কালো বোমার মতো বস্তু দেখে আমি আওয়ামী লীগ অফিসে খবর দিই।'

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান বলেন, 'গতকাল আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে। লাঠিসোটা নিয়ে ভাঙচুর করা হয়েছে। কালকে হয়তো এই বোমা সদৃশ বস্তুগুলো ফেলে গেছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছি।'


বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, 'খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার একটি টিম ঘটনাস্থলে গেছে।'