নরসিংদীর ৬৮ কারারক্ষী বরখাস্ত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
  • |
  • Font increase
  • Font Decrease

নরসিংদীর ৬৮ কারারক্ষী বরখাস্ত

নরসিংদীর ৬৮ কারারক্ষী বরখাস্ত

নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, আসামির পলায়ন ও অস্ত্র লুটের ঘটনায় নরসিংদী জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে ২৩ জুলাই একই অভিযোগে নরসিংদী জেলা করাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়।

কোটা আন্দোলনের নামে গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুস্কৃতিকারীরা। এতে জেলখানায় থাকা ৯ জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দি পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র, ৮ হাজারের মতো গুলিসহ প্রায় ১৮ লাখ টাকা। পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয় জেলা কারাগারটি।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে পলায়নরত আসামিরা যাতে আত্মসর্মপণ করে সেজন্য ২১ জুলাই রাত থেকে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। ফলে মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত দীর্ঘ ১১ দিনে ৫৭৫ জন কারাবন্দী নরসিংদীর আদালতে আত্মসমর্পণ করে। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯টি অস্ত্র ও ১ হাজার ৯১টি গুলি উদ্ধার হয়।