এইউডব্লিউ সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপ্তি
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ২০২৪ সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপ্তি উদযাপন করেছে। চট্টগ্রামের এইউডব্লিউ ক্যাম্পাসে সমাপনী অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের প্রতিনিধি, শিক্ষার্থী, অভিভাবক ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (৩০ জুলাই) সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ড. রুবানা হক, এইউডব্লিউ এর ভাইস চ্যান্সেলর ড. মহিউদ্দিন আহসানলু কবির চৌধুরী। অনুষ্ঠান সমন্বয়ক ছিলেন ফাতেমা মেহেজাবিন ও সর্না বিশ্বাস ইতি। সামিয়া জারিন আভা ইভেন্ট মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন। চারজনকে ইমার্জিং উইমেন লিডার এসটিইএম পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন ঢাকার ফাহমিদা কামাল, ঢাকার তাহিয়া মুহাইরা, সিলেটের চৌধুরী আবিদা জান্নাত, সিলেটের শাহ জাফরিন সুলতানা।
২০১৯ সালে চালু হওয়ার পর থেকে শেভরন বাংলাদেশ এ ইউডব্লিউ এর সামার স্কুল উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চলতি বছর জনু ২৭ থেকে ২৫ জলুাই পর্যন্ত, সারা বাংলাদেশের ৮৯ জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করে। যা ছিল একটি চার সপ্তাহের পাঠ্যক্রম প্রদান করে। বিখ্যাত স্থানীয় এবং আন্তর্জাতিক শিক্ষকদের একটি গ্রুপের নির্দেশিকাসহ, পাঠ্যক্রমটি গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্যের একটি পুঙ্খানপুঙ্খ পরীক্ষা প্রদান করে।
এইউডব্লিউ সামার স্কুলের উদ্দেশ্য হল ছাত্রদের দক্ষতা এবং জ্ঞানের উন্নতি সাধন করা যাতে এসটিইএম বিষয়গুলিতে তাদের ভবিষ্যত একাডেমিক কাজের জন্য তাদের আরও ভালভাবে প্রস্তুত করা যায়। এই বছরের প্রোগ্রামে অংশগ্রহণকারীরা প্রযুক্তি এবং অনসুন্ধানী বিজ্ঞানের পাশাপাশি পোস্ট-সেকেন্ডারি শিক্ষার পেশাগুলি অনসুরণ করার জন্য জ্ঞান এবং আত্মনিশ্চয়তা পেয়েছে।
শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা এইউডব্লিউ এর সাথে অংশীদারিত্বের জন্য তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এসটিইএম পেশার প্রতি তরুণ মহিলাদের উৎসাহিত ও পরামর্শ দেওয়ার জন্য প্রোগ্রামের দক্ষতার প্রশংসা করেছেন। এই বছরের সামার স্কুল প্রোগ্রামের সফল সমাপ্তি একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধি এবং এসটিইএম ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণ মহিলাদের ক্ষমতায়নের জন্য এইউডব্লিউএর প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে।