শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পল্টনে পুলিশের কড়া নিরাপত্তা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পল্টনে পুলিশের কড়া নিরাপত্তা

শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে পল্টনে পুলিশের কড়া নিরাপত্তা

গণহত্যা ও গণ-গ্রেফতারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ ঘিরে পল্টন ও বায়তুল মোকাররম এলাকায় কড়া নিরাপত্তায় অবস্থান করছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের আগ মুহূর্তে যে কোনো নাশকতা ও সহিংসতা এড়াতে পুলিশের এমন উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, বৃহস্পতিবার গণহত্যা ও গণ-গ্রেফতারের প্রতিবাদে এবং নয় দফা দাবি আদায়ে ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, প্রায় দুই মাস ধরে চলা কোটা বিরোধী আন্দোলন ঘিরে গত ১৬ জুলাই থেকে সহিংস হয়ে ওঠে দেশ। যেখানে প্রায় ২১০ জনেরও অধিক মানুষের নিহত হওয়ার খবর পাওয়া যায়। এই সহিংসতাকে ঘিরে এখন পর্যন্ত প্রায় ১০ হাজারেরও অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে।