চট্টগ্রামের বহদ্দারহাটে আন্দোলনকারীদের অবস্থান
চট্টগ্রামে ওয়াসা মোড়ে পুলিশ বক্সে হামলা চালিয়ে কোটা আন্দোলনকারীরা জিইসি-দুই নম্বর গেট হয়ে এবার নগরী বহদ্দারহাট মোড়ে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে তারা বহদ্দারহাট মোড়ে অবস্থান নেয়। সর্বশেষ পাওয়া খবরে তারা এখনো সেখানে অবস্থান করছেন। এবং নানা ধরনের স্লোগান দিচ্ছেন। এতে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে একটু দূরে মেয়র রেজাউল করিমের বাড়ির সামনে সতর্কভাবে অবস্থান নিয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে আন্দরকিল্লা মোড় থেকে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি নিউমার্কেট, টাইগারপাস হয়ে জিইসি মোড়ের দিকে যাচ্ছিল। এসময় (চারটার দিকে) ওয়াসা মোড়ে ছাত্রলীগের একটা পক্ষ অবস্থান করছিল। ওই সময় ছাত্ররা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে বাগমনিরাম গলির দিকে ঢুকে যান। এ সময় পুলিশের একটি সাঁজোয়াযান দেখে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সেটিকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকে আন্দোলনকারীরা। পরে সেটি ওয়াসা থেকে আলমাস সিনেমা হলের দিকে সরে যায়। এ সময় পুলিশ বক্স ভাঙচুর করে তারা।
পুলিশ বক্স ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ আহমেদ বার্তা২৪.কমকে বলেন, আন্দোলনকারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সে হামলা চালায়। তখন ভেতরে কোনো পুলিশ ছিল না, তাই কেউ হতাহত হয়নি। এবিষয়ে মামলার হবে কিনা সেটা আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো।
এর আগে শুক্রবার জুমার নামাজের পর বৃষ্টি উপেক্ষা করে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে জমায়েত শেষে মিছিল নিয়ে লালদীঘি ময়দান হয়ে নিউমার্কেট মোড়ের দিকে যান। সেখানে আধা ঘণ্টা ধরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি 'প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল'-এর ডাক দেন। তিনি তাঁদের কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, বুদ্ধিজীবী, সাংস্কৃতিককর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, আলেম-ওলামা, শ্রমিক, অভিভাবকসহ চট্টগ্রামের সর্বস্তরের নাগরিকদের অংশ নেওয়ার আহ্বান জানান। সেই ডাকে সাড়া দিয়ে হাজারো মানুষ অংশ নিয়েছেন। মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আন্দোলনকে ঘিরে আন্দরকিল্লা মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ব্যাপক পুলিশের উপস্থিতি দেখা যায়। তবে পুলিশকে মিছিলে বাধা দিতে দেখা যায়নি।