সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

এ সময় তারা হত্যার বিচারসহ নানা স্লোগান দিতে থাকেন।

সকাল থেকেই সায়েন্সল্যাব এলাকায় রমনার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদের নেতৃত্বে পুলিশ অবস্থান করছে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগ প্রয়োজন করা হবে না বলে জানিয়েছে পুলিশ।