৬ সমন্বয়কের নামে বিবৃতিটি সত্য নয়, দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিবৃতিটি সত্য নয় বলে দাবি সংগঠনটির

ছবি: সংগৃহীত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই বিবৃতিটি সত্য নয় বলে দাবি সংগঠনটির

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সই সম্বলিত প্রচারিত বিবৃতিটি সত্য নয় বলে দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে একটি বিবৃতি সামাজিক সাইট ফেসবুকে প্রকাশিত হলে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়।

শনিবার (৩ আগস্ট) দুপুরে সামাজিক সাইট টেলিগ্রামের এক প্ল্যাটফর্মে বিবৃতিটির স্ক্রিনশট পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ দাবি করা হয়।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত বিবৃতি, যা সত্যি নয়

বিবৃতিতে যা লেখা আছে, তাহলো-

বিজ্ঞাপন

দেশের এই অস্থিতিশীল মুহূর্তে শিক্ষার্থীদের পাশে যে সকল শিক্ষক এবং সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছেন, আমরা আপনাদের নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি, আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি দল-মত-নির্বিশেষে এই আন্দোলন আমাদের সকলের। কিন্তু আমাদের এই স্বাভাবিক আন্দোলনকে অস্বাভাবিক করে তোলার জন্য কিছু রাজনৈতিক দল উদ্ভট পরিস্থিতি তৈরি করছে, যার ফলশ্রুতি ঝরে গেল বহু প্রাণ।

আমরা আগেই দাবি জানিয়েছিলাম, আমাদের যে সকল সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন, তাদের প্রত্যেকটি মৃত্যুর সঠিকভাবে তদন্ত করে যে সকল ব্যক্তি জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যে সকল শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে আটক করা হয়েছে, তাদের সকলকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে এবং যে সকল প্রাণ ঝরে গিয়েছে এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দায়ভার আমরা সাধারণ শিক্ষার্থীরা বহন করবো না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের সই স্ক্যান করে বসিয়ে যে বিবৃতি প্রচার করা হয়েছে, তা সত্য নয় বলে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


তারই পরিপ্রেক্ষতে আমাদের স্বাভাবিক আন্দোলনকে কেউ যাতে নিজদের স্বার্থে ব্যবহার করে যেন দেশে অস্থিতিশীল তৈরি করতে না পারে, সে জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের পরবর্তী সকল কর্মসূচি প্রত্যাহার করলাম।

সেইসাথে সরকারকে ৭ দিনের সময়সূচি বেঁধে দেওয়া হলো এই সময়ের মধ্যে হত্যাকারীদের বিচারের আওতায় এনে বিচার করতে হবে এবং বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কঠোর কর্মসূচি ঘোষণা করবে। সুতরাং সার্বিক স্বার্থে আমাদের এই মুহূর্তে থেকে আমরা আগামী ৭ দিনের জন্য প্রত্যাহার করছি।

এই বিবৃতিতে যাদের সই স্ক্যান করে বসানো হয়েছে, তারা হলেন- মো. নাহিদ ইসলাম, মো.সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো.আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম।