কিশোরগঞ্জে ৯ দফা দাবিতে ছাত্র-জনতার দীর্ঘ মিছিল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলন

ছবি: কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলন

কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের সময় সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে শহরে আজও বিশাল বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসময় অনেক নারী শিক্ষার্থীদের অংশ গ্রহণ দেখা যায়৷ বিক্ষোভে তারা নানান স্লোগান দেন৷

শনিবার (৩ আগস্ট) কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে। এসময় বিভিন্ন স্থান থেকে জড়ো হয় হাজারো মানুষ৷ যোগ দেয় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ৷ গত শুক্রবারও একইরকম বিক্ষোভ হয়েছে৷

কয়েক হাজার মানুষের বিশাল মিছিলটি গৌরাঙ্গ বাজার এলাকায় এসে কিছুক্ষণ অবস্থান নিয়ে মিছিলটি সদর থানার সামনে দিয়ে কালীবাড়ি মোড়, কাচারিবাজার, বটতলা, হারুয়া, আখড়া বাজার, রথখোলা হয়ে পুরান থানায় গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

এদিকে বিক্ষোভ মিছিলকে ঘিরে শহর আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়। এদিন কোন বাধা না দেওয়াতে শান্তিপূর্ণ ভাবে পালিত হচ্ছে বিক্ষোভ৷