স্লোগানে স্লোগানে উত্তাল রাজশাহী
বৃষ্টির পরোয়া না করে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের নানা স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র সংগঠন এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশ নেন।
শনিবার (৩ আগস্ট) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত শহরের প্রধান সড়কগুলোতে ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়ার মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। ‘সরকারের পদত্যাগ চাই’, ‘অর্থনৈতিক দুরবস্থা বন্ধ করো’ এবং ‘শোষণ-নির্যাতনের অবসান চাই’ এরকম বিভিন্ন স্লোগান তাদের আন্দোলনের মূল দাবি তুলে ধরেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারি নীতির প্রতি জনগণের অসন্তোষের কারণেই এই ধরনের প্রতিবাদ প্রদর্শিত হচ্ছে। তারা আরও দাবি করেছেন, সরকার যেন জনগণের পছন্দ ও প্রয়োজনের প্রতি মনোযোগ দেয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়।
বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য বিক্ষোভের গতি কিছুটা কমলেও, আন্দোলনকারীরা তাদের দাবির প্রতি অটুট থেকে শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান জানাতে থাকেন।বিক্ষোভকারীরা সরকারের প্রতি তাদের মূল অভিযোগগুলো তুলে ধরে বলেছেন, বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতি এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অবনতি ঘটেছে।
এদিকে, সরকার শিক্ষার্থীদের সাথে বসার কথা জানিয়েছেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজশাহী শহরের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আগামীদিনগুলোতে আরও বিক্ষোভের আশঙ্কা রয়েছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেট ও তালাইমারী এলাকার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট সহ বিভিন্ন স্থান থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সাধারণ মানুষ দলবেধে তালাইমারী মোড়ে জড়ো হয়। বিক্ষোভ চলাকালে বৃষ্টি শুরু হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে ভদ্রার দিকে যান। কিছুক্ষণ পর তারা ফিরে এসে বিশ্ববিদ্যালয়ের দিকে অবস্থান নেন। ফেরার পথে তালাইমারী মোড়ের পুলিশ বক্সের জানালা ভাঙচুর করে এবং পুলিশকে দেখে "ভুয়া ভুয়া" স্লোগান দিতে দিতে মোড় ত্যাগ করেন।। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
পরে দুপুরের দিকে শিক্ষার্থীরা আবার রাজশাহী নগরীর রেলগেট এলাকার দিকে আসেন। সেখানে ঘন্টাখানেক অবস্থান নিয়ে আবারও ভার্সিটির দিকে রওনা হন। পরে সেখান থেকে বিক্ষোভ শেষ করে তারা বিক্ষোভস্থল ত্যাগ করেন।