সন্তানদের হাত ধরে আন্দোলনে বাবা-মা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

দেশজুড়ে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। আন্দোলনকারীদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে সন্তানদের হাত ধরে আন্দোলনে যোগ দিয়েছেন বাবা-মা'রাও।

তাদের ভাষ্য, 'বাসায় বসে থাকার সময় নাই। সরকার আমাদের সন্তানকে গুলি করে মারবে আর আমরা কি চুপ থাকবো।'

বিজ্ঞাপন

শনিবার (৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে ছেলে মেয়ের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দিতে আসা একাধিক বাবা ও মায়ের সাথে কথা বলা হলে তারা এমন কথা জানান।

রাজধানীর ধানমন্ডি থেকে ছেলেকে নিয়ে আন্দোলনে এসেছেন লাইজু বেগম। তিনি বলেন, 'আমি আমার ছেলে মেয়ে আরো দুই ভাবীকে সাথে নিয়ে এসেছি। আপনার ভাইও অফিস শেষ করে আসবেন। ভাই আমরা কেন বাসায় বসে থাকবো? আমার সন্তানকে কেউ বিনা কারণে গুলি করবে আমরা কি এগুলো দেখতে পারি? মরলে ছেলে-মেয়েকে নিয়েই মরব।'

বিজ্ঞাপন

পল্টন এলাকা থেকে মেয়েকে নিয়ে এসেছেন জান্নাত আরা। তিনি বলেন, 'বাসায় আমার শশুর বলছিল যাও মেয়েকে নিয়ে শহীদ মিনার ঘুরে আসো। দেশের এই দিনে ঘরে বসে থেকে কি করবা! মরতে হবে! একথা শুনে আর বসে থাকতে পারলাম না। তাই চলে এলাম।'

এমনই আরও আন্দোলনকারীদের সাথে শতশত বাবা-মা আন্দোলনে যোগ দিয়েছেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে।

দেশজুড়ে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢোল-খঞ্জনীসহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে 'ভুয়া, ভুয়া' স্লোগানে মেতেছেন আন্দোলনকারীরা। আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।
এসময় আন্দোলনকারীরা সরকার বিরোধী বিভিন্ন লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নাচতে নাচতে স্লোগান দিতে থাকেন।

এদিন পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টার আগ থেকে আন্দোলনকারীরা জড়ো হতে শুরু করেন শহীদ মিনার চত্বরে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে বর্তমান সরকারের পদত্যাগসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে আন্দোলনকারীরা এসে যোগ দেন শহীদ মিনারে।

আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। আন্দোলনকারীদের সঙ্গে তাল মিলিয়ে রিকশা চালকদেরও স্লোগানে দিতে দেখা যায়। আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিলে যোগ দিতে এদিন বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে দেখা গেছে এই সমাবেশে।

এর আগে গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন।
একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।