ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ময়মনসিংহ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চিকিৎসক হত্যার বিচার দাবিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করে ময়মনসিংহে বিক্ষোভ করেছে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেট এলাকায় এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের হাতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন দেখা যায়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা। এসময় বিদ্রোহী গান ও কবিতা পরিবেশন করেন।

এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ময়ূরাক্ষী বলেন, কোটা আন্দোলন থামলো কিন্তু আমার ভাইয়ের রক্ত ঝরল এই রক্ত দেখে আর ঘুমানো যাবে না। জুলাই শুরু হওয়ার পর খেতে, ঘুমাতে যেতে পারি না। দয়া করে আর রক্ত ঝরাবেন না।

বিজ্ঞাপন

পুলিশ -সেনাবাহিনীকে তাদের জায়গায় ফিরিয়ে নেন। আমাদের ৯ দফা দাবি নিয়ে সংলাপের জায়গা রাখেন। সংলাপের জায়গা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আমাদের ভাইদের মারবেন না, যাদের খুন করা হয়েছে তাদের বিচার করুন।

দন্তরোগ বিভাগের চিকিৎসক নিয়াজ রহমান বলেন, চলমান আন্দোলনের সঙ্গে ময়মনসিংহ মেডিকেলসহ অন্য মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও এ কর্মসূচি পালন করছেন। আন্দোলনে না গেলেও আমাদের এক চিকিৎসককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এই জুলুমের বিচার চাই, এর শেষ দেখতে চাই।