সাতক্ষীরায় ইছামতী নদীর বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরায় ইছামতী নদীর বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরায় ইছামতী নদীর বেড়িবাঁধে ভাঙন

টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার দেবহাটা ইছামতী নদীর বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

শনিবার (৩ আগস্ট) ভাতশালা, কোমরপুরসহ কয়েক এলাকায় বেড়িবাঁধ ভাঙন দেখা দেয়।

বিজ্ঞাপন

দেবহাটা উপজেলার আব্দুল্লাহ আল মামুন জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ভাতশালা, কোমরপুরসহ কয়েক এলাকায় বেড়িবাঁধ ভাঙন ও ফাটল ধরেছে। যে কোনো মুহূর্তে উক্ত এলাকার ফাটলকৃত বেড়িবাঁধ ভেঙে যেতে পারে। যার ফলে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হতে পারে এলাকার গ্রামগুলো। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার বসতবাড়ি, আমন ধানের বীজ তলা, ফসলের মাঠ, মৎস্য ঘেরের পানি উঠে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা রয়েছে।

ভাঙনদৃশ্য দেখে এলাকাবাসী দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফাকে জানান। তিনি উক্ত এলাকা পরিদর্শন করে জেলা পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা সালাউদ্দীন মহোদয়কে জানান। তিনিও ভাঙন স্থান পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বেড়িবাঁধ ফাটল রোধে প্রোডাকশনের ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আমি শীঘ্রই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জানাবো। যাতে বেড়িবাঁধ গুলো স্থায়ী সংস্কারের কাজ হয়। এলাকাবাসী উক্ত বেড়িবাঁধ ভাঙন রোধে জরুরি উদ্যোগ নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।