চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে হামলা

চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলটি শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় দুই নম্বর গেট এলাকায় পৌঁছলে একটি অংশ পাশের চশমা হিলের দিকে চলে যান। পরে সেখানে তারা ঢিল ছুঁড়লে বাড়ির দুই তলার কাচ ভেঙে যায়। এরপর আন্দোলনকারীরা ভেতরে ঢুকে গাড়িও ভাঙচুর করে।

বিজ্ঞাপন

চশমা হিলের এই বাড়িতে থাকতেন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাসভবনে থাকা গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বার্তা২৪.কমকে বলেন, আমরা শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাহুল দাশ বার্তা২৪.কমকে বলেন, নিষিদ্ধ জামায়াত-শিবির এবং বিএনপি মন্ত্রীর বাসভবনে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তারা বাসভবনের ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। এর মধ্যে একটি মন্ত্রী চট্টগ্রামে এলে ব্যবহার করেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এই হামলার জবাব দেবে।