নরসিংদীতে অসহযোগ আন্দোলনের ছয় নির্দেশনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়দের সাথে একাত্মতা পোষণ করে অসহযোগ আন্দোলন পালনে নরসিংদী জেলার জন্য ছয় নির্দেশনা দেওয়া হয়েছে। এইক সঙ্গে রোববার (৪ আগস্ট) দুপুর ১২ টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করার ঘোষনা দেন আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) বিকাল সাড়ে ৬ টায় নরসিংদী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমন্বয়কদের পক্ষে শাহজালাল রহমত উল্লাহ এ ঘোষণা দেন।
নির্দেশনাগুলো হলো, নরসিংদীর সকল পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে; জেলার কলকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে; নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানসমূহ বাদে সকল দোকান ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে; সপ্তাহে একদিন রোববার সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ব্যাংক সেবা চালু থাকবে; জরুরি সেবা হাসপাতাল, ফার্মেসী খোলা থাকবে। এছাড়া নরসিংদী জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল টিম গঠন করা হবে উল্লেখ করে আগ্রহীদের সমন্বয়কদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।
এর আগে এদিন বিকেল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি অনুযায়ী নরসিংদীতে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানার মোড়ে মহাসড়ক দখলে নিয়ে বৃষ্টিতে ভিজে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের আন্দোলন শুরুর পর থেকে আশপাশের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। আন্দোলনকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে জেলখানা মোড়ের চারপাশ। বিকেল ৬ টায় মাইকে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
সমন্বয়ক শাহজালাল রহমত উল্লাহ বলেন, আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সরকারকে কোন ট্যাক্স দিবো না, সরকারকে কোন সহযোগীতা করবো না। যারা আমাদের ওপর গুলি চালাতে পারে তাদের কোন সহায়তায় থাকবো না।
এসময় শুক্রবারের আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে হামলার ঘটনায় নিন্দা জানান তিনি। নরসিংদী জেলার অন্যতম সমন্বয়ক গোলাম রাশেদ তমাল গুরুতর আহত অবস্থায় আইসিও তে চিকিৎসাধীন আছে। তার জন্য দোয়া চাওয়া হয়েছে।