জরুরি অবস্থার প্রয়োজন নেই : সেনাপ্রধান

  • MH Tanvir
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা বলে আন্দোলনকারীদের ধ্বংসজ্ঞ না চালানোর অহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, পরিস্থিতি শান্ত হলে কোনো জরুরি অবস্থার প্রয়োজন নেই। সেনারা গুলি চালাবে না। দয়া করে ধ্বংসজ্ঞ চালাবেন না।

সোমবার (৫ আগস্ট) সেনাপ্রধান জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। তিনি বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দয়া করে ধ্বংসজ্ঞ চালাবেন না। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে। অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। বিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।