দেশের সম্পদ রক্ষার আহ্বান সমন্বয়ক সারজিসের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সমন্বয়ক সারজিস আলম

সমন্বয়ক সারজিস আলম

দেশের সম্পদ রক্ষায় আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (০৫ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ফেসবুক পোস্টে এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের৷ এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার৷ কারণ, এসব আমাদের৷ এসব আমাদের প্রাণের বাংলাদেশের৷

এদিকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এ খবরে ঢাকার রাজপথে আনন্দে মেতেছেন আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন