আদাবর থানায় আগুন-ভাঙচুর, মালামাল লুট
ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। একই সঙ্গে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে থানার মালামাল-কাগজপত্র।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা দেশ ছাড়ার পর আদাবর থানায় আক্রমণ চালায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
এ সময় শুরুতে সাধারণ মানুষকে প্রতিহত করার চেষ্টা চালায় পুলিশ। তবে জনতার রোষানলে কাছে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। পরে থানা ছেড়ে চলে যান পুলিশ সদস্যরা।
পুলিশ থানা ত্যাগ করার পর থানায় ঢুকে পরে সাধারণ মানুষ। এ সময় থানাটিতে ব্যাপক ভাঙচুর চালান তারা। একই সঙ্গে থানার লকার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র বের করে নিয়ে আসেন।
থানার পাশাপাশি এর সামনে থাকা পরিত্যক্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারেও আগুন দেওয়া হয়।