আন্দোলনকারীদের উদ্দেশে যে বার্তা দিলেন সারজিস আলম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সারজিস আলম/ছবি: সংগৃহীত

সারজিস আলম/ছবি: সংগৃহীত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেছেন, ‘বিজয়ের চূড়ান্ত পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত আমাদের প্রতিটি স্টেপ সচেতনভাবে ফেলতে হবে। সতর্ক থাকতে হবে৷ লড়াই শেষ হয়নি। রাজপথে থাকবেন, তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে।

সোমবার (০৫ আগস্ট) সাড়ে আটটার দিকে তার নিজস্ব ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

বিজ্ঞাপন

সারজিস আলম বলেন, ‘প্রিয় দেশবাসী, আজ গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে বিজয় হয়েছে সেটি হচ্ছে- বাংলাদেশকে সামনে নিয়ে যাওয়া বা চূড়ান্ত বিজয়ের প্রাথমিক ধাপ। এর আরও অনেকগুলো ধাপ রয়েছে। তাই চূড়ান্ত বিজয়ের আগ পর্যন্ত প্রতিটা স্টেপ চিন্তা করে ফেলতে হবে।’

তিনি বলেন, ‘আপনারা মনে রাখবেন, যারা আজ পরাজিত হয়ে চলে গেছে, তারা একদিনে মধ্যে পুরো বাংলাদেশ থেকে শেষ হয়ে যাবে না। তাদের বিষ দাঁত দিয়ে তারা বাংলাদেশে আরেকটি ছোবল দেওয়ার চেষ্টা করবে। সেটা আমরা হতে দেব না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় আমাদের সংখ্যালঘু ভাইদের ওপর হামলা হচ্ছে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদের দায়িত্ব নিতে হবে। তাদের কেউ যেন স্পর্শ করতে না পারে। যাতে কেউ সুবিধা নেওয়ার সুযোগ নিতে না পারে। কোনো ইস্যু তৈরি করতে না পারে। সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে।