রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
সোমবার (৫ আগস্ট) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।। এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
সোমবার (৫ আগস্ট) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বরিশালের মুলাদীতে স্যালোইঞ্জিনচালিত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মুলাদী-বরিশাল মহাসড়কের কাজিরচর ইউনিয়নের চরকমিশনার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের রাজ্জাক মাতুব্বরের ছেলে হুমায়ুন কবির (৪০) এবং একই এলাকার তাজুল মাস্টারের ছেলে কামাল মোল্লা (৪০)। তারা দুজন বন্ধু। এদের মধ্যে হুমায়ুন কবির বরিশাল ‘আশা’ এনজিওতে চাকরি করতেন। তারা মোটরসাইকেল যোগে হিজলা থেকে বরিশাল যাচ্ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
পথচারী রাতুল হোসেন জানান, মোটরসাইকেলটি মীরগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিলো। বাদামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লাইটবিহীন টেম্পুট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আরোহী দুজন ছিটকে পড়লে ট্রাকটি তাদের উপরে উঠে যায়। পরে অন্যান্য পথচারীরা তাদের দুজনকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশাল মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান বলেন, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
বরিশাল মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার বেতাগীতে জমি নিয়ে পূর্ব শত্রুতার জেড়ে ভাতিজা ওহিদুজ্জামানের দায়ের কোপে প্রতিবন্ধি চাচা সুলতান হাওলাদার নিহত হয়েছেন। গত শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালানোর সময় ওহিদুজ্জামানকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
নিহত সুলতান হাওলাদার ঐ এলাকার মৃত. দাদান মুসুল্লী হাওলাদারের ছেলে। অভিযুক্ত ওহিদুজ্জামান সুলতান হাওলাদারের বড় ভাই আব্দুর রহমান হাওলাদারের ছেলে। নিহত সুলতান হাওলাদারের দুই পুত্র ও দুই মেয়ে রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা ভাতিজার দুই পরিবারের মধ্যে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিলো। ঘটনার দিন শুক্রবার বিকেলে ওয়াহিদুজ্জামান সাথে বাড়ি উঠানের জমিতে মিষ্টি আলুর লতা কাটা নিয়ে প্রতিবন্ধী চাচা সুলতান হাওলাদারের কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওহিদুজ্জামানের হাতে থাকা দা দিয়ে তিনি তার চাচা সুলতান হাওলাদারকে এলোপাতারি কোপায়। এতে সুলতান হাওলাদার মারাত্মকভাবে আহত হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইদিন রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুলতান হাওলাদারের মৃত্যু হয়। পরে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ সুরতহাল রিপোর্ট জন্য তাঁর লাশ ময়না তদন্তের জন্য পাঠান।
নিহত সুলতান হাওলাদারের পুত্র মো. জালাল বলেন, আমার চাচাতো ভাই ওহিদুজ্জামান শুক্রবার বিকেলে কোন কারণ ছাড়াই আমার বাবাকে দা দিয়ে কোপায়। পালানোর সময় পার্শবর্তী এলাকা থেকে স্থানীয় লোকেরা তাকে আটক করে। হাসপাতালে নেওয়ার পর রাতে বাবার মৃত্যু হয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান বলেন, একজন প্রতিবন্ধীকে এভাবে হত্যা করায় আমরা হতভম্ব। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন বলেন, অভিযুক্ত ওহিদুজ্জামানকে আমরা গ্রেফতার করেছি। থানায় মামলা হওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ছাত্র জনতার গণআন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশ নতুনভাবে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।
শনিবার (০৭ ডিসেম্বর) বিকেলে তুরাগের রাজাবাড়ি ঈদগাহ মাঠে শ্রমিকদল তুরাগ থানার ৫৪ নং ওয়ার্ডের উদ্যোগে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, গত ৫ ই আগষ্টের পরে আওয়ামী লীগের লোকজন আমাদের দলের ভিতরে ঢুকে-দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা,সন্ত্রাস, নৈরাজ্য চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে-বিএনপি সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে কাজ করছে। কোন অবস্থাতেই দেশে বিশৃঙ্খলাকারীদের জায়গা হবে না। সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত লোকদের চিহ্নিত করে তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে।
তুরাগ থানা শ্রমিক দলের আহবায়ক ছিদ্দিকুর রহমান ছিদ্দিক এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন,ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের আহবায়ক কাজী শাহআলম রাজা, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজ, ঢাকা মহানগর উত্তর শ্রমিকদলের সদস্য সচিব কামরুল জামান,ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলী আকবর আলী,বৃহত্তর উত্তরা থানা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মোঃ আবদুস ছালাম,তুরাগ থানা বিএনপি যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ খোকা,হাজী জহিরুল ইসলাম,মহিউদ্দিন সোহাগ (রাজা),মোঃ রিপন হাসান খন্দকার, আলী আহমেদ,মোঃ বিপ্লব,মোঃ চান মিয়া,উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির প্রমুখ।
এরপর সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান এর নেতৃত্ব শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে তুরাগের ধউর আশুতিয়ায় সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত নারায়ণ মন্দির পরিদর্শন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেনসহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এসময় মন্দিরে সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
যে সমাজে সুন্দর, সুকুমারবৃত্তি, ন্যায়-ইনসাফ ও মূল্যবোধের চর্চা হয় সে সমাজই ভালো থাকে এবং সুখী, সমৃদ্ধ ও শাান্তির সমাজে পরিণত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের-১৩ এর ৪নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
থানা আমীর রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমূখ।
ডা.শফিকুর রহমান বলেন, আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে যে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর কোন প্রতিফলন লক্ষ্য করা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই শ্লোগান দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না বরং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি। রাসূল (সা.) বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসাবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে একদফায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি বলেন, এখনো রাজধানীতে শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসাবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। তিনি জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা সহ সাধারণ মানুষের জন্য মেডিক্যাল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা এম্বুলেন্স সহ লাশবাহী গাড়ীর সেবা দিয়ে থাকি। আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পোঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।