নন্দীগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে ভাতিজা আজিজের হাতে চাচা খুন হয়েছে । (৬আগস্ট) মঙ্গলবার ভোর ছয়টায় উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের আপুছাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাহাঙ্গীর (৪৭)। তিনি একই গ্রামের তনু প্রামাণিকের ছেলে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই স্থানে জাহাঙ্গীর ও আজিজের বাড়ি। দীর্ঘদিন ধরে জমা জমি নিয়ে তাদের মধ্য বিরোধ  চলছিল । তনু প্রামাণিকের ছেলে নিহত জাহাঙ্গীর আলম ঢাকায় বসবাস করতেন। গত সোমবার রাতে ঢাকা থেকে বাড়িতে আসেন জাহাঙ্গীর এই সুযোগ  কাজে লাগিয়ে আমজাদ আলীর ছেলে আজিজ হোসেন, মনসুর রহমান, আজম হোসেন ও হামেদ আলীর ছেলে শরিফুল ইসলাম, এনামুল হক জাহাঙ্গীর আলমের বসতবাড়িতেই আক্রমণ করে তাকে ছুরিকাঘাত করে।

এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে জাহাঙ্গীর আলম। স্থানীয় লোকজন ছুটে এসে হামেদ আলীর ছেলে এনামুলকে আটক করলেও পালিয়ে যায় আরো চারজন। আসামীরা জাহাঙ্গীর আলমকে একা পেয়ে  পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে যায় বলে নিহতের পরিবার জানায়।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, থানা পুলিশে খবর দিলে তারা এদিকে কোন কর্ণপাত করেনি। ভোর ছয়টা থেকে আমরা লাশ নিয়ে বসে আছি কি করবো কোথায় যাব কার কাছে গেলে বিচার পাব সেটা আমাদের জানা নেই বলে অভিযোগ করেন নিহতের পরিবার।

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, মৃত ব্যাক্তির পরিবারকে লাশ ময়না তদন্ত করতে বলা হয়েছে। ব্যাবস্থা গ্রহণ করা হবে।