বান্দরবানে মন্দির বিহার পাহারায় পাহাড়ি ছাত্র পরিষদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পাহারা দিচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

ছবি: সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পাহারা দিচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট

বান্দরবান শহরের সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহার পাহারা দিচ্ছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) এর পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা।

মঙ্গলবার (৭ আগস্ট) রাত থেকে বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমার নেতৃত্বে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা শহরের আশপাশের বিভিন্ন মন্দির ও বৌদ্ধ বিহারগুলোতে অবস্থান নিয়ে পাহারা দেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক)'র বান্দরবান জেলা কমিটির সাধারণ সম্পাদক উবামং মারমা বলেন, ‘সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি, উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। বান্দরবানে যাতে দুর্বৃত্তরা সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, বৌদ্ধ বিহারসহ কোন উপাসনালয়ে হামলা করতে না পারে সেজন্য পাহারা দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশে যতদিন পর্যন্ত শান্তি শৃংখলা ফিরে না আসবে ততদিন এলাকায় শান্তি শৃঙ্খলা ও সম্প্রীতি উন্নয়ন বজায় রাখার জন্য সংখ্যালঘুসহ সকল সম্প্রদায়ের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রক্ষার্থে এ কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

এদিকে এ মহতী উদ্যোগকে প্রশংসা করেছেন এলাকার লোকজন।