উত্তরায় শিক্ষার্থীদের হাতে বস্তাভর্তি টাকাসহ জিপ গাড়ি আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: টাকার বস্তা

ছবি: টাকার বস্তা

রাজধানীর উত্তরায় বস্তাভর্তি টাকাসহ এক ব্যাক্তিকে আটক করেছে ছাত্র-জনতা।

বুধবার (৭ আগস্ট) দুপুর সাড়ে তিনটায় উত্তরার হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

বিজ্ঞাপন

ফারদিন নামের এক ছাত্র জানায়, গাড়ির ভেতর সন্দেহজনক বস্তা দেখতে পেয়ে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।

সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে ঘিরে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছে ছাত্ররা। শেষ খবর অনুযায়ী বেলা ৪:৫০ মিনিটে স্থানটিতে সোনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছে ছাত্ররা।

বিজ্ঞাপন

উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, গাড়ীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যাক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবী করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়ছে ওই ব্যাক্তি।