ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

ভারতে পালানোর সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারতে পালানোর সময় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাবেক ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সে ভারতে চিকিৎসার জন্য বেনাপোল হয়ে যাওয়ার জন্য এসেছিল বলে জানিয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকালে বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে বিজিবি জিজ্ঞাসাবাদে তাকে আটক করা হয়। তবে তার নামে কোন মামলা আছে কিনা তা জানা যায়নি।

আটককৃত সজিব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ই্উনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদারের ছেলে।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃত সজিবকে সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। সে কোন নাশকতার সাথে জড়িত কিনা থানা পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় যাচাই করা সম্ভব হয়নি। থানার কার্যক্রম শুরু হলে যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীমান্তে ও ইমিগ্রেশনে তর্কতা জারি করায় কমেছে পাসপোর্টধারী যাতায়াত। স্বাভাবিক সময় দিনে ৭ থেকে ৮ হাজার যাত্রী যাতায়াত করলেও এখন তার সংখ্যা ২০০ থেকে ৩০০ এর মধ্যে সীমাবন্ধ রয়েছে।

বিজ্ঞাপন