আগুনে পোড়ার চারদিন পর আওয়ামী লীগ নেতার মরদেহ শনাক্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: গাজী নঈমুল হোসেন লিটু

ছবি: গাজী নঈমুল হোসেন লিটু

অগ্নিকাণ্ডে নিহত হওয়ার চারদিন পর বরিশাল জেলার ১৯নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নঈমুল হোসেন লিটুর মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা।

শুক্রবার (৯ আগস্ট) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে থাকা অগ্নিদগ্ধ দেহটি শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট মহানগর আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক মেয়র সেরনিয়াবাত সা‌দিক আব্দুল্লাহর কাল‌ীবা‌ড়ি রোডস্থ পৈত্রিক বাসভব‌নে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিন রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা এক‌টি কক্ষ থে‌কে পু‌ড়ে যাওয়া তিন‌টি লাশ উদ্ধার করেন। সেদিন দুটো লাশের পরিচয় মিললেও একটি লাশের পরিচয় শনাক্ত করা যায়নি, যা আজ শনাক্ত হলো।

ব‌রিশাল সি‌টি কর্পো‌রেশ‌নের সা‌বেক প‌্যা‌নেল মেয়র ও ১৯নং ওয়া‌র্ডের পাঁচবারের নির্বা‌চিত কাউ‌ন্সিলর এবং মহানগর আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ছিলেন শিক্ষক গাজী নঈমুল হো‌সেন লিটু।

বিজ্ঞাপন

নিহতের বড় ভাই গাজী মঞ্জুরুল হো‌সেন বরুন ও লিটুর স্ত্রী বেগম নাজমা মরদেহ শনাক্তের সময় হাসপাতালে ছিলেন।