চলছে মালবাহী ট্রেন, যাত্রীবাহী চলাচল মঙ্গলবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল। মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় টানা ২৩ দিন ধরে বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১২আগস্ট) রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে ও রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।।

বিজ্ঞাপন

মোহাম্মদ আনোয়ার হোসেন বার্তা২৪.কমকে বলেন, আজ সকাল থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামীকাল থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছি।

তিনি বলেন, সকাল থেকে এখন পর্যন্ত দুইটি মালবাহী ট্রেন ছেড়ে গেছে। প্রথমটা ৬টা ১৫ মিনিটে এবং পরেরটা ১১টা ৩০ মিনিটে। চট্টগ্রামের উদ্দেশ্যে মালবাহী কন্টেইনার ট্রেন দুটি যাত্রা করেছে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল রোববার (১১ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের পরিচালক জনসংযোগ কর্মকর্তা মো.নাহিদ হাসান খাঁন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। টানা ২৩ দিন ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে মালবাহী ট্রেন ও ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল, কমিউটার ট্রেন এবং ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন পর্যায়ক্রমে পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। আন্তঃনগর ট্রেনের টিকিট আগামীকাল (সোমবার) বিকাল ৫টা থেকে ক্রয় করা যাবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সরকার কারফিউ জারির পর গত ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। ১৩ দিন বন্ধ থাকার পর গত ১ আগস্ট থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু করে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথমদিন ফের বন্ধ করা হয় ট্রেন চলাচল।

গত রোববার (৪ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এক বার্তায় জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে সারা দেশের ট্রেন চলাচল।