মানববন্ধন

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

আওয়ামী সরকারের আমলে বিভিন্ন কারণে পুলিশের চাকরিতে যারা চাকরিচ্যুত হয়েছে, তাদের চাকরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন চাকরিচ্যুত কর্মকর্তারা।

সোমবার (১২ আগস্ট) বিকেলে সাড়ে ৪ টায় কাকরাইল থেকে মিছিল নিয়ে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে এসে তাদের বিক্ষোভ করতে দেখা যায়।

বিজ্ঞাপন

চাকরিচ্যুত পুলিশ সদস্যদরা বলছেন, বিগত সরকার তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পরে সবাই হাইকোর্টে আপিল করলে কোর্ট তাদের চাকরি ফিরিয়ে দিতে রায় দেয়। কিন্তু তাদের আর চাকরি ফিরিয়ে দেয়নি। এই পুলিশ সদস্যদের দাবি, পুলিশের চাকরিকালে কেউ যদি অন্যায় করে তাহলে তাদের বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হয়। কিন্তু সেসময় বিভাগীয় তদন্ত ছাড়ায় নানান অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূস একটা সঠিক তদন্ত ও নির্বাহী আদেশের মাধ্যমে আমাদের চাকরিটা ফিরিয়ে দিক।

বিজ্ঞাপন