শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। 

বিজ্ঞাপন

অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রোববার রাতে দেশে পৌঁছেছেন।

একাত্তরে চট্টগ্রাম বন্দরে অপরেশন জ্যাকপটে সাব-কমান্ডারের দায়িত্ব পালন করেন নৌ-কমান্ডো ফারুক-ই-আজম। চট্টগ্রামের হাটহাজারীতে জন্ম তার।

বিজ্ঞাপন

ছাত্র-জনতার গণআন্দোলনে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।